আটটি পাতা, তিনটে কলি,একটি ফুল
দাঁড়িয়ে আছে ছায়ার নিচে, ভুলের দুল।
আকাশ ছোয়া, স্বপ্ন মেশা , নীল আকাশে ছন্দ তোলা
কেমন ভুল?
ভুলের দুল??
হি হি হাসি ভালোবাসি! লেবুর পাতায় মিষ্টি হাসি
আম্মু তোমায় ভালোবাসি।।
কেমন বাসি? নোংরা বাসি?মিষ্টি হাসি??
আম্মু তোমার বর্ণালীতে , আদর ছোয়া স্বর্ণালীতে
নোংরা আমায় ছুঁতে নারে,নীল আকাশে স্বপ্ন খেলে
পবিত্রতা অংক কষে ,কামুক নেশা পাবে নারে!!
তোমরা কবি ,ঘাটের রবি, প্রেম করে যাও রাশি রাশি!!!!!
আমি কবি ,ছোট্ট বেশি্,হাত বাড়িয়ে স্বপ্নে ডাকি।।