স্বপ্ন
তুমি আছ দেয়ালের বেড়াজালে
স্বপ্ন
তুমি আছ আমার বিপরীতে
দুর্ভেদ্য বেড়াজালে
অবসন্ন নিষ্প্রান কাঁদো কাঁদো দুটি চোখে
এগিয়ে চলা..................
আসে ভয় ,বৃষ্টি ,কখনোবা বজ্র
কখনোবা মনে হয়
অগণিত অস্ত্র ।
কখনো বা খাদ , কখনো বা খন্দ
কখনো বা শিকল কখনো নিস্পন্দ ।
সুরহীন যত কাব্য
ভয়হীন যত মন ,
রাতের তারারা জানে
অনন্ত বাধা অতল ।
দেয়াল! দেয়াল !শুধুই দেয়াল
দেয়াল ছাড়া কী?
স্বপ্ন -বাস্তবতা
ইচ্ছা -সুযোগ
সাহায্য -শত্রুতা
দেয়াল দেয়াল দেয়াল!
এত দেয়ালের ভীড়ে
পরীরা হারিয়ে
যায় যায় বহুদূর ।
প্রদীপের শিখা হাসে
মৃদুমন্দ কাঁদে ,
ফুরিয়ের তেলের বাটি
ভয়ের সূর্য জাগে ।।