আমার মাঝে মশাল আমি
আমার মাঝে সূর্য,
বেড়ে উঠি দিক দিগন্ত
জীবন দেয়া ছন্দ।
ধুকপুকাপুক বেড়ে চলি আমি , ছুটে চলি নক্ষত্র
সব পেরিয়ে বেড়ে চলি আমি, অনাবিল আনন্দ ,
তারা জানে, জানে সুয্য , আমার মানে আমি ,
শ্বাসের মাঝে,অনুভবে,জীবন মানে শক্তি ।
আমি শক্তি,আমি তরঙ্গ ,আমার মাঝে আমি
ভালোবেসে তাই সবটি জুড়ে , নিজেকে চিনে ,
খোলো মন , খোলো জড়া, জট বাঁধা সব কঙ্কাল
কলঙ্ক মুছে ছুটে চলো, স্বপ্নরা বলে হুঙ্কার !
করতলে ধার,মার মার মার,মেরে কর সব একসার ,
নিজের প্রেমে আত্মভোলা,জ্বলে ওঠা মশাল।
নিবু নিবু দ্বীপ ,পুড়ে করে ঝারখার !
ভাঙা বীজে ঢালা জলে
গর্জেছে হুঙ্কার!