ওগো আকাশে বাতাসে ক্রন্দ
জাগো বদ্ধ ঘরে বিদ্ধ ,
জাগো ঊষার মরু , নিশার তারা ,লুকায়িত কোন সূয্য ।
আকাশে বাতাসে বিদ্রোহী খেলা , রক্ত বারুদে গন্ধ
রক্ত পানে দূষিতে নেমেছে , জগতেই কারারুদ্ধ ।
জাগো তরবারী জাগো ,হাতুড়ি শাবল , ভগ্ন দুখানা হাড়
জাগো বিদ্রোহী জাগো , রাক্ষুসী জাগো ,জাগো পরাণের নার
জাগো কৃপণের কড়ি জাগো , জাগো অসত্ত্ত এর নড়ি আজ
যদি শোভিতে পার বিশ্বভৌমে , প্রণিব দিবা সাঝঁ ।
ওগো নিশীথের গান ,ওগো কামিনীর কাম
তোমারে ধ্বসিতে ধরেছি কলম ,গ্রাসিব সাঝঁ সকাল
ওগো সাবধান হও ,সাবধান হও ,ওগো অসুরের প্রাণ
এসেছে কবি বিদ্রোহ ধরি , বিদ্রোহে খায় গান ।
ওগো কামেরই দাস
করিব তোমায় গ্রাস ।
আজি থেকে আর কিশোরীর প্রাণে মাদকের নেশা জাগিবে না
বিশ্ব মায়ের কোনো ছেলে আর বিদ্রোহী তরে খেলিবে না ।
আজি নর নারীরে শুধিতে এসেছে প্রাণবন্ত বোদ্ধা ,
আমি রণদ্বীপ্ত যোদ্ধা ।
আমি সুরের মহানারী
দেব শুদ্ধের তরবারি ।
ওগো আকাশে বাতাসে ক্রন্দ
জাগো বদ্ধ ঘরে বিদ্ধ ,
জাগো আকাশে বাতাসে নিশার তারা লুকায়িত কোন সূয্য
জাগো তত্ত্ব , মহাসত্য ,ওগো আগুনের শিখারত্ন
জাগো তত্ত্ব মহাসত্ত্ব ।
কোমল শিশুর কোনো ত্বকে আর আঁচড়ের দাগ কাটিবে না
মাতৃজঠরে নাবালিকা আর অকালে জঠর ছাঁড়িবে না
নিশার আকাশে আর কোনোদিন অসাড় তারারা আসিবে না ।
চিরযৌবন !!চিরদুর্গম !!! হয় বদ্ধ নয় বিদ্ধ
আজ হতেই হবে ননীর মাঝে ননীর গড়া কাঁটারা ,
হে শয়তান অমানুষেরা , নিঃস্ব পাষাণেরা
আমি নজরুল আমি মন্টো আমি কারারুদ্ধ বদ্ধ
আমি নিশার মাঝে ঊষার মাঝে তৃপ্তিহীনা সত্য ।
আমি ধ্বংসের মহাদৃষ্ট
আমি যাতনা হতে সৃষ্ট
আমি খুলনার মহাব্যাঘ্র
চাই পাষানেরে শীঘ্র ।
আমি মায়ের মহাবলী
হবো কালের বাহুবলী ।
ওহে সূর্য বাজে তূর্য ,জাগে নারীর রণপুত্রী
মাতৃমুক্তি পণ নিয়ে যায় মহাধরিত্রী ।
ঔ কেয়ামত আয় কেয়ামত , কেয়ামত আজ আসবেই
মৃত্যু নারীর মৃত্যু জঠরে আগুনের ফুল ঝরবেই ।
মোরা সাইক্লোন মোরা সুনামি , মোরা লক্ষ নারীর আর্তনাদ
মোরা মাতৃ অশ্রু থেকে সৃষ্ট মহাকালের বজ্রনাদ ।
ওহে হিজ্রা আয় হিজ্রা ,পাতকী গনকী যত আর
পৃথিবীর বুকে মাতৃজঠরে নিতে হবে তরী পার ।
মায়ের বুকেতে দিয়েছে লাথি কোনো এক ঔ পিশাচ কোন
তাই সে জঠর বজ্রে হেসেছে , এসেছে মহা শক্তিধর
মোরা জঠর নামের শক্তিঘর
খাই পাষাণে ক্ড়ক্ড় ।
বলি সাবধান হও সাবধান হও অন্যায় অবিচার
নারীর শোণিতে সৃষ্ট শনি হয় না নিরাকার ।
মোরা শনি মোরা নেপচুন ,মোরা মঙ্গ ল মহাকাশ
মোরা জঠর জ্বালার তীব্র বেদনা নেই কোনো অবকাশ ।
মোরা পাথরের ন্যায় স্তব্ধ , আগুনের ন্যায় দগ্ধ
তাই সাবধান ওহে সাবধান মহা নিঃস্ব পাষণ্ড ।
আমি প্রাণবন্ত যোদ্ধা
এক রণদ্বীপ্ত যোদ্ধা ।
ওহে আকাশে বাতাসে ক্রন্দ জাগো বদ্ধ ঘরে বিদ্ধ
জাগো ঊষার মাঝে নিশার তারা লুকায়িত কোন সূয্য ,
জাগো তৈমুর জাগো কারারুদ্ধ বিদ্ধ
আসে মাতৃশক্তি সিদ্ধ ।