যেখানে এক খণ্ড আকাশ চেয়েছি
জলে ঝড়া স্রোতের মতো ,
ধুমধুম বর্ষা চেয়েছি ,
নীরব সত্যের মতো !
প্রতিশ্রুতি প্রতিকৃতির আড়ালে ,
আবডালে লুকোনো মিথ্যা ,
তোমার প্রেমের অন্তরালে
ছায়ারা বলে কথা !
আমি তোমাকে বিশ্বাস করেছি চোখে ,
তোমাকে ভেবেছি অজানায় নিরবে ,
তোমাকে গেঁথেছি বকুলের সকালে ,
সাদাকালো সাধারণ আলোতে ।
আমি কান্নাকে ভেবেছি প্রেম ,
জড়ানোকে মায়া ,
অবাক করা ভাষায়
লুকোনো প্রতারণায় !