তোমার গভীর মনের একটা দুয়ার
দোর খুলেছি জানো ,
সেই মনেতে টাপুর টুপুর
বৃষ্টি পরে আরো ।
তোমার গভীর মনে ঘুমিয়ে আমি
পদ্ম হয়ে ফুটি ,
সেই ঘুমেতে রাত পোহালো
উঠতে আরো বাকি ।
এই তারাটা্ , ঐ তারাটা
তারার দেশে যাই ,
রোজ সকালে ডানা মেলে
পরী হয়ে যাই ।
জানো জানো এই মেয়েরা
পরী মানে কি ?
সাদা মনে রঙ মেশানো
নানান রঙের ঘি !
পরী মানে পবিত্রতা
পরী মানে শক্তি
পরী মানে আঁধার ঠেলে
নতুন ভোরের দ্বীপ্তি !
পরীর মতো ডানা মেলে
গর্জে আবার উঠি ,
এক ঝাপটায় মন গুলোকে
ভালোবাসায় ভরি !