আমি এক ভোর দেখি,
চন্দ্রের আভার মতো
খিলখিলিয়ে হেসে ওঠা অধরের মতো ,
নিষ্প্রাণ জলাধরে বর্ষার মতো ।
বাতাস বইছে ধু ধু
শীতলতার স্পন্দনের জোয়ারে ,
হৃৎপিণ্ডের ধুকপুক ছন্দে ।
পায়ের নিচের জুতো খুলে নগ্ন হয়ে ,
মিশে যাই জলের গভীরতম স্পর্শে ,
প্রকৃতি আমি মানুষ !