বল বীর
তুমি উত্তোলিত নিন্দনীয় শিখর হিমাদ্রির !
তুমি লজ্জিত তুমি নিন্দিত
তুমি বঞ্চিত তুমি গঞ্জিত
তুমি যাতনা তুমি মিথ্যা
তুমি অন্ত তুমি সস্তা ।
তুমি কেঁদেওঠাঐ বুলেটের গতি
কেঁদেওঠাঐ রাত্র
তুমি কাজল কালো অশ্রুসিক্ত
অন্ধকারের কাব্য !
আচ্ছা!!
তুমি কি আধুনিক?
তুমি কি জান
কাঁদতে?
তুমি কি জান
আন্ড্রয়েড ফোন চালাতে?
আসে ভৈরবী অতি হরষে
আসে বৃষ্টি বেয়ে সরসে
শুকিয়ে কোনো তুলোতে
লুকিয়ে কোনো বালিশে............।।
আচ্ছা
তুমি কী বোকা?
সস্তা?
উদ্ধত বায়ু উদ্ধত মন মহানিশি জাগে দিব্য
নিত্য নতুন খেলা করে মন
জটিলতাতে তৃপ্ত !
এ কাব্য এ ধাঁধা এ মনোরূপে বাঁধা
এ আকাশ পাতাল বিস্তৃত করা
লুকোয়িত সত্তা ।
শূন্য মহাবিশ্ব...।
অসীম সে কাঁচে
সত্যিই এ জগতে
ভ্যাকুয়াম কি আছে??
আজকে হেলিছ যারে
শূন্যোর মাঝে অসীম করে
প্রকৃতি টানে তারে ।