যখন আমি নিঃস্তব্ধ অভিলাসী
নিরুদ্দেশ অভিমানী,
যখন সময় থমকে দাঁড়িয়ে
একাকীত্বে পরবাসী ।
যখন আমি নিঃশ্চুপ ,নির্বিকার
মন মগজে ছোটে আজন্ম তুফান ,
যখন আমি অনর্গল,উদ্দাম ,
অভিলাস , অভিসার ।
কলম কলম কত কি লেখা ,কলমে গর্জে শব্দ
আমি আদিকাল স্তব্ধ বোবা , ঘরছাড়া কোনো গদ্য !
যে প্রেমে ভাঙা মন আর ,ভেঙেও কেন না ভাঙে
যে প্রাণ কেঁদেও কাঁদে না ,জল কেন না ঝরে ?
হলুদ পাহাড়ে হলুদ বাতি ,ডেকে যায় বার বার
সমুদ্র তার নীরব কান্না, হাঁসফাঁস -হাহাকার !
সময়: ১:৪১ pm
স্থান : কর্মস্থল