এই বদ্ধ দেয়ালের রুদ্ধ ছায়ায়
  আমি অবারিত নিপীড়ন আল্পনায় ,
হারানো বৈকুণ্ঠের মলিনতায়
             যান্ত্রিক শিকলের পরাধীনতায় ।

ওগো নিঃস্তব্ধ শীতল দুপুর
           ওগো বিকেলের ছায়া ,
রাতের মায়ায় জোনাক জ্বলা
                একটা পরীর কথা  ।

যন্ত্র দিয়ে আমার পাশে
        শতেক জানো রোবট ,
মরছি আমি গুমরে কেঁদে
               কর্পোরেট জগত ।
                

প্রকৌশলে নাত ছন্দ
        নাতো খোলা হাওয়া ,
রোবট মনে হরমোনেরা
             একটা মলিন কথা !

শিল্পী যন্ত্র হতে যানে
          যন্ত্র নাতো শিল্পী ,
এই দুনিয়া পাগল পাড়া
                 অবাক যত পল্লী !


মায়ায় ভরা মনের হাতে
               যন্ত্র যদি রয় ,
প্রাণ ফিরে পায় সব জ্ঞানেরা
                 মুক্ত কথা হয় !