মাঝ পথে এসে হাত ছেড়ে যায়
বয়ে যাওয়া নদী ।
সমুদ্র সব করে হাহাকার
আমি নাকি কি আহূতি?

উৎসর্গ: মহীউদ্দীন শিমুল