শপথ সেই সময়ের
যখন কবিশক্তি লোপ পায় ।
শপথ সেই সময়ের
যখন মানুষ হয় দলে দলে বহুগামী,
ভার্চুয়াল পরকীয়ায় আসক্ত লক্ষ কোটি নারী শিশু আর্তনাদে ,
যখন আবেগ মূল্যহীন !!!
শপথ সেই সময়ের
যখন অরুন্ধুতীরাও বিপদগ্রস্ত,দ্রৌপদীরা সংকটে ।
শপথ সেই সময়ের
যখন শয়তানরা মেধাবী, মেধাবীরা শয়তান
শপথ সেই দুঃসময়ের
যখন তুমি তোমার স্ত্রী আর প্রেমিকাকে উন্মুক্ত করে দাও
লালায়িত কুকুরদের সামনে ,
উপভোগ কর সম্ভ্রমহীনতা ,
কিন্তু সবাই নয় ।।
সভ্যতা!!!!
এ কেমন সভ্যতা??
যখন স্ত্রী-স্বামীতে, স্বামী স্ত্রীতে্ , শিশু বাবা -মাতে বিপদগ্রস্ত
এ কেমন সভ্যতা??
যখন আবেগগুলো চাল ডালের মতো সস্তা !
এ কেমন সভ্যতা??
যখন প্রজন্ম অর্থ, বিত্ত ,কাম ছারা কিছুই বোঝে না ।
এ কেমন সভ্যতা ??
যখন তুমি বেঁচে থাকার অর্থই জান না!!
অদূরবর্তী অন্ধকার সন্নিকটে
নিঃসন্দেহে তা সন্নিকটে।
নিঃসন্দেহে তা সন্নিকটে, যা মহাবিশ্বের পরতে পরতে জন্ম নিচ্ছে ।
যারা হেটে বেড়ায় ক্ষিপ্রগতিতে
যারা অবুঝ শিশুর সরল প্রশ্নে , ভেঙ্গে দেয় কচি হাত ,
যারা অন্ধকারাচ্ছন্ন ঊর্ধতিমির হতে নিয়ে আশে অভিশাপের বার্তা
হয়ত তোমারই গর্ভে জন্ম নিচ্ছে, অশুভ পাপাত্মা ।
পৃথিবীর বাতাস ভারী,ভারী রাতের দীর্ঘশ্বাস
আনা ফ্রাংকরা জন্মাবে না ,জন্মাবেনা গান্ধীরা।।
আম্মুরা কাঁদবে না, আব্বুরা হাসবে না
আলো আর আসবে না ,ভালোবাসা হাসবে না
কবিরা লিখবে না ,পাখিরা গাইবে না ।।
.................................................................................।
.....................................................................................................................................................................।
হেসে আসে অন্ধকার, স্বাধীনতা দুর্বার