যাকে তুমি ঘর বলো সে ঘর নয়
লেগে আছে শুকনো নির্যাতনের দাগ
বছরের পর বছর লেগে থাকা নির্যাতনে
টাটকা ক্ষতের মতো উত্তাপ
মনে মগজে বিষের দাগ
খাঁচায় বন্দী মারের দাগ
মগজের স্নায়ুতে স্নায়ুতে
হাতুড়ি পেটা আঘাতের দাগ
দিনের পর দিন কান্নার দাগ
রাতজাগা আর্তনাদের দাগ
নিঃশব্দে আবদ্ধ চিৎকারের দাগ
কেড়ে নেওয়া জীবন্ত লাশের দাগ
দিনের পর দিন
যুগের পর যুগ
জন্ম নেয়া জাতকের বলিতে
শরীর বিচ্ছিন্ন আত্মা
প্রেমের নামে শোষণ
পরিবারের নামে কারাগার
বাবা, মা ,স্বামী ,স্ত্রী সন্তানের নামে
জন্ম নেয় শোষক
অবাক বলি দেখে
স্বাধীন পৃথিবী পরাধীন আমি
কাঁদছি হেসে হেসে