তোমার অস্তিত্ব তুমি
তোমার জীবন তোমার ।
এই পৃথিবীর খেয়াঘাটে দিতে দিতে পাড়ি
দেখছি দেখি অনেক কিছু অবাক হওয়া আমি ,
এইখানেতে আসার আগে আকাশটাতে বসে ,
চন্দ্রকথার আয়নাটাতে মুচকি হেসে হেসে ।
চাইছে সবাই আমায় দেখি খুবটি ভালোবেসে ।
ভেবে ভেবে মনের খাঁচায় ভীষণ খুশির ভার ,
মানুষগুলো বড্ড ভালো , চাইনা কিছু আর ।
নদীর জলে মেঘের ছবি , দীঘির জলে কীরণ
ঘরের দোরে মায়ার বাঁধন মায়ায় করে ভরণ
এইটি ভেবে ঘরের কোণে হাঁটি হাঁটি পা
সেই পায়েতে হাজার শেকল , বুঝতে পারি না ।
কতই বল ভালোবাসা কতই আবেগ তা
কথাগুলো মরীচিকা ,তুমি জান না ।।
এই পৃথিবীর নোংরা ঘাটে ,হটাত এসে ভাই
তলিয়ে যাবে মরার হাটে ,ওঠার উপায় নাই।।
লম্বা পায়ে স্কুল কলেজে যখন যাবে হেঁটে
দেখবে তখন মাপবে লোকে ,যোগ্যতাটা দেখে ,
সরলতা হয়না কভু যোগ্যতারই মাপ
ভালোবাসার প্রতিদানে জুটবে অভিশাপ ।
এমনি করে হেঁটে হেঁটে সাগর পাড়ি দিয়ে
ভেসে যাবে আরেক ভেলার মিথ্যো মায়াজালে ।
কাঁদবে তুমি ছুটতে অনেক , ছোটার উপায় নাই
এই ভেলাটা অনন্ত তল ,লড়াই করে যাই ,
আসবে বাতাস ভীষণ ঝড়ে , হারিয়ে যাবে কেউ
কেউবা হবে শক্ত ভীষণ , করবে না ভেউ ভেউ ।
মরার আগে হটাত করে আকাশ থেকে শুনি
রাখবে মনে, মিথ্যো জগত , নওতো কারো তুমি ।।