ব্যাধিগ্রস্ত আবেগ
তিল তিল যন্ত্রণা
দিনে দিনে অস্বাভাবিকতা
ক্রমবর্ধমান মাথাব্যথা
যান্ত্রিকতায় মন হেসেছে
নষ্ট রক্তের বিশ্বাসে
সূর্যোদয়ে হারিয়েছি
আস্থা আর নিঃশ্বাসে
একক সত্তার পূর্ণতায়
এ ভয়াবহ অভিশাপ
গৌরব ম্লান হোক
এ পাগলামি অবিরাম
জীবনবোধের জীবন পারে
অকালে সব জানা
সফলতা আসলে আসুক
জীবন বড় একা
সঙ্গ যদি করতে যাবি
উঠবে মাথায় ব্যথা
জড়তায় অভিশপ্ত
একলা প্রতিভারা