ও মন তুমি ঐ দুয়ারে বাড়িও নে পা
সকাল আমার কেটে গেল, স্বামীর প্রতিক্ষা !
দুপুর আমার কাটল ঘৃণায়,রাতে চোখে জল
ছলাৎ ছলাৎ বৈঠা চলে ,নদী তো টলমল ।
মন বলতো আর কতকাল ,রইবি ঘরের কোণে
কিসের আশায় , কিসের নেশায় ,কিসের অভিমানে !
আর কতকাল অভিযোগের, শেকল তুমি পড়ে
আর কতকাল ভীড়ের মাঝে ,একলা কেঁদে কেঁদে ?
সবুজ পাতার সবুজ ডাঙায়, প্রজাপতির পাখা
কতই রঙিন আশায় ভরা, ভালোবাসার কথা ।
মুরগি ছানার মায়ায় পড়ে ,কুকুর তো না খায় !
হাঁসের পিঠে বিড়ালছানার ,ঘুম পেয়েছে হায় !
আমার মনে অমর প্রেমে ,ছন্দে ডাকে বান
সেই বানেতে মনের ঘোরে, ভালোবাসার স্নান !
রৌদ্রস্নানে দুর করে দাও, মনের যত জড়া
বাতাস এসে শীতল করুক, ব্যথার প্রলয় ব্যথা।
কিসের ধর্ম কিসের জাত কিইবা বিভেদ প্রথা ,
হাজার হাজার ভেদের প্রথায় গর্ব করে কারা ?
প্রেমের ভাবে, প্রেমের সুরে, দেইখো ভালোবেসে
নানান রঙের ফুলের সুবাস
এক রঙেতে সাজে !