যেখানে স্বজন পরের মতো ,যেখানে কপাল পোড়া
      যেখানে আমি কূল ভাঙা নদী, যেখানে জনম বৃথা ,
অভিনয় করলে সবাই ,করল না কবিতা ,
      দুঃখে ,সুখে উপচে দিলেম গল্পের কাকলিরা ।


ছন্দ তোমায় লিখছি নাতো,করছি তোমায় বমি
            ঘর ছেড়েছি ,বর ছেড়েছি, আগলে ধরে রাখি ,
তমসা গভীর ,অমানিশা ,চুপটি বসে আমি
                   অবাক হয়ে ভীষণ ভেবে ,হিসেব কষে হাসি ।

যে জন আমার মা বাপ ছিল , তাতো হলো না
     সবচে ভালো বন্ধু সে যে , আমার ছিল না ,
যে জন আমায় কইলে আপন ,আপন হলে না
       শত বিচার , ব্যবস্থাতে, মনতো টেকে না ।

আমার যত কষ্ট ,ব্যথা উগলে দিলেম সই ,
           এই দুপুরে আকাশ চেয়ে ,মনের কথা কই ।

পৃথিবীতে কপাল পোড়া ,চিরদুঃখী তাই ,
         হেলাফেলায় ,অবহেলায় কাব্য লিখে যাই ।

এই যে আমার ছোট্ট মনে ,কত্ত কথা জমা
       এই যে আমার বুকের পাশে এত্ত আবেগ ভরা  ,
এই যে আমি একটু বকায় অঝোর ধারায় কাঁদি
        একটু আদর ,আর ছলনায় ,খিলখিলিয়ে হাসি ।

আচ্ছা আমি বোকাসোকা ,সোজাসরল বেশি?
আমায় নিয়ে খেলনা খেলায়, মন খুশি হয় বুঝি ??
মিথ্যে বলে মায়ায় জড়ায়, মিথ্যে বলে হাসায় ,
মিথ্যে বলে সেই কাঁদিয়ে ,অঝোর ধারায় ভাসায় ।

আচ্ছা মিথ্যে রঙ কি তোমার, তুমি কি লাল আলো?
নাকি তুমি নীলের মতো সিগ্ধ ,শান্ত ভালো ?
তাই কি করে হবে বল ,তাই কি কভু হয়?
শান্ত শীতল সত্যি তবে , শ্রেষ্ঠ কেমন হয়


সত্যি তুমি ভীষণ করে আইসো আমার ঘাটে ,
    হাঁপিয়ে আমি ক্লান্ত ভীষণ ,যমুনা নদীর তীরে ।
আইসো কানাই, আইসো খুশি ,আইসো যা সুন্দর ,
আইসো সবুজ লতাপাতা, মন ভরা অন্তর ।

সত্যি নিয়ে পালিয়ে যেতুম ঐ পৃথিবীর ঘাটে,
                      ভুল কবিতায় ,ভুল সংখ্যায়
                                            পা ফেলতুম নারে !