মনখারাপের বিকেলগুলো
নিজের কাছেই রাখি
একলা কথার সময়গুলো
নিজেই ডুবে থাকি
লাগছে কেমন আজব আজব
আজব ,গুজব ,গুম
বন্দি স্বাধীন ,নই পরাধীন
তাক ডুমাডুম ডুম!
মিষ্টি খাব ,আপেল খাব
খাব চিঁড়ের দই,
জিলেপি খাব ,গোল্লা খাব
তা থৈ তা থৈ থৈ!
ছোট ছোট বাচ্চাগুলো
ঢোল ঢোল খেলে ,
দোলনা দুলে দুলে
হাত বাড়িয়ে ডাকে :)
বয়স আমার বাড়ছে নাকি
দূর দূর দূর ছাই !
হলেম আমি চিরকুমারী
রাজকন্যে তাই !
বয়স বাড়া প্রপোশনাল টু বয়স কমা হয়ে যাচ্ছে।যত বয়স বাড়ছে ভেতর থেকে তত বেশি বাচ্চা বাচ্চা হয়ে যাচ্ছি :)