মনের মোহনায় এক কবিতা লিখি
                              চুমকিদাড় শাড়িতে,
চুপ চুপ নিঃশ্বাস লিখি
                     অপলক চোখেতে।
বৃষ্টির কথা লিখি
             গোলাপের পাতাতে,
ঝুম ঝুম ফুল লিখি
                    রাঙা বসন্ততে।


তুমি এসেছিলে সন্ধ্যায়
                  নিঝুম লালিমায়,
তুমি এসেছিলে ঘরে
                       রাঙা লাল হয়ে।

আলতার সাগর ভেসে যায়
                         আলতো স্পর্শে,
চমকে   কুমারী   জড়িয়ে
                       শক্ত বাহুডোরে।



অপ্রাসঙ্গিক ভাবনাঃ
ভাবনা ভাবনাই হোক না।খেয়াল ,চিন্তা আর সৃজনের সাথে অন্তরসত্তার মিল  অমিল আপেক্ষিক। মন ,শরীর প্রাকৃতিক।প্রকৃতির সাথে সৃষ্টিসত্তার বিরোধ আদিকালের। শরীর মনের আলোকে যা সৃষ্টি তা কোথাও না কোথাও একক নয়,পরম নয়,পরিবর্তনশীল