আমার মনে রঙ লেগেছে
রঙগুলো সব উবে গেছে
দোলনা দোলে বাচ্চা ছেলে
দেখছি অবাক চেয়ে চেয়ে
শুকনো পাতার বৃষ্টি ছড়ে
আকাশ থেকে গড়িয়ে পড়ে
ফাঁকা মাটির মনকোটরে
ঘুমিয়ে পড়ে চুপটি করে
দুইটি জোড়া যাচ্ছে হেঁটে
ভাব জেগেছে কবির মনে❤️