সাঁতরে সাঁতরে ভালোবাসি
বললেও আমি ডুববনা
আসব না আসব না
ভেঙেচুড়ে গড়ব না
তুমি কর মজা তুলির দেয়ালে
আমি একা একা ব্যথা ব্যথা
আম্মু আম্মু ডেকে
হারিয়েছি সেই রাতে
তুমি কাঁদাও চোখের জলে
আমি হাসি অথৈ আবেগে
হারিয়েছি সেই কবে
ভয় পেয়ে কেন চমকাও
রোদ্দুরে খুঁজে কি পাও
গোপনে আজো কি চাও
তুমি গোপনে ভালোবাস
আমি নীরবে একা যত
চিঠি পড়ি এতসত
তুমি গোপনে দূরে যাও
আমাকে হারাও
হারিয়ে তবুও তাও
ফিরে ফিরে তাকাও
তুমি গোপনে হারিয়েছ
ভালোবেসে কাঁদিয়েছ
দূরে যাবে বলে
আমি ভুল করে ভুলে গেছি
গড়ে তুলে ছেড়ে গেছি
ধরে রাখনি বলে .........
কবিতা লিখতে গিয়ে গান হয়ে গেল 🙂😟☹️🥰
উৎসর্গ: মহীউদ্দীন শিমুল