যেখানে একুশ রক্তলাল
রঞ্জিত তরোয়াল ,
যেখানে শহীদ উদ্দীপিত
ফুলকির উত্তাপ ।
যেখানে তেজ আগুনলাল
যেখানে রক্ত টগবগ ,
যেখানে রঙ লালে লালে
স্বাধীনতা আনে ।
বাংলা আমার শেখা বুলি
বাংলা আমার গান ,
বাংলা আমার ছন্দে লেখা
কাব্যে কলতান ।
যেখানে শহীদ প্রেরণা মায়ের
যেখানে ভূমি মা ,
বাংলা মানে গর্জে ওঠা
সিংহের হুঙ্কার !