নিঃশ্বাসে বিষাক্ততার গন্ধ
           দোলায়িত বিচ্ছিন্ন ছন্দ ,
শেষের কবিতা লিখনী মম
                  প্রশান্ত সুর দ্বন্দ ।
বিদায়ী বেলা রচন করি
                  যদি ছেড়ে যাই পৃথ্বী ,
যদি ছেড়ে যাই বেদনা বাহুর
                  মিথ্যো পরিতৃপ্তি ।
আকাশ বড় বিষাদ ছাওয়া
                  ভীষণ কালো ঢাকা ,
রঙগু্লো সব হাওয়ায় হাওয়ায়
                   দোলন এত মানা ।
হারানো রঙের নৌকো যত
                      দিশায় মেলা ভার ,
শ্রদ্ধায় যারা আমায় নত
                      একাকীই হব পার ।
কলমের রঙ নীল যে বড়
                     পাতাগুলো এলোমেলো ,
নীলের রঙ্গে নীলায়িত সাপ
                     দংশে ছলোছলো ।
দীর্ঘশ্বাস কারে কয় মন
               শ্বাসে বড় কষ্ট
শ্বাস ছেড়ে তৃপ্ত বড়
              অদৃষ্ট কত ধৃষ্ট !


চপল চপল বৃষ্টি নামে বাগানে আলো রয়
ভালো থেকো তুমি পৃথিবীর রঙ ,বিশ্বাসে বড় ভয় ......।।

কবিতার উৎস: আসলেই মন খারাপ করে লেখা।