.......✨......


মনখারাপের উল্লাসে,
আজ বাঁধনহারা ,একলা কথা,
হুরমুড়িয়ে বান ভাসে।


আজ উঠল জোয়ার ,ভাঙল দুয়ার
ডুবল নদী কোনতটে?
মনটাতে ঐ মনটাতে।


আজ বাঁধ ভেঙ্গেছে দমকাতে
আচমকা এক কালরাতে,
আজ মন ভেঙ্গেছে, চমকাতে
থমকাতে গো থমকাতে।


আজ বন্ধু আমার ভুল ভেঙেছে
ঝড়ের ঘোরে ঘর ভেঙেছে,
উতলা হাওয়া ,পাওয়া না পাওয়া
ভেঙ্গেছে আজ ভেঙ্গেছে,
দুইটি মনের সুতোতে।


উৎসর্গ: মহীউদ্দীন শিমুল