ঘন ঘন বরষা
মন মানে মানে না
চুপি চুপি জানালায়
কুমারী মেয়ে তাকায়
কে তুমি শুনিনি
পলকে তো দেখিনি
চায়ের গভীরতায়
কুমারী সে ভেবে যায়
আকাশের তারা হায়
চুপিচুপি পাশে আয়
চাঁদ ছাড়া কোথা যায়
অস্তিত্ব কাকে চায়
দাঁড়িয়ে বরষায়
না জানি কে ডেকে যায়
ঝুম রাতে জোঝনায়
কুমারী সে ভেবে যায়