তোমার আশায় বাঁচতে শিখি
তোমার ভাষায় হাসি ,
আমি একশ কোটি বছর পরে
আবার তোমায় দেখি !
কত রাত্তির কত দিনের
অবাক করা হাসি ,
মহাবিশ্ব যেদিন থেকে
তোমায় আমি চিনি !
আমি তোমার কোলে ঘুমিয়ে পড়ি
তোমার মাঝে থাকি ,
তেরোশত বছর ধরে
জাপটে ধরে বসি ।
যেদিন আমি থাকব না আর
তুমি হবে মাটি ,
আমরা দুজন রোজ আকাশে
আদর আদর খেলি ।
মরা বাঁচা জীবন দেখা
জীবন বয়ে যায় ,
তোমায় দেখি চেয়ে চেয়ে
যুগ বদলে যায় ।
বদলে মানুষ বদলে সময়
বদলে না বিধাতা ,
তুমি আমি একটি ফুলে
এক আত্মায় গাঁথা !
Twinflame :" Twin flames, also called “mirror souls,” are terms used to describe a relationship ideology rooted in new-age spiritualism. The concept has seen increased popularity in recent times. It promotes the idea of an intense soul connection between two people thought to be each other's half."