তোমাকে দিলাম,
যদিও জানি তোমাকে দেয়ায় মতো
কিছু নেই আমার।
তাই ভেবেছিলাম দেব,
এক আকাশ তারার নীচে নিঃস্ব শূন্যতা,
আমার একাকী জঙ্গল পার হওয়ার উত্তেজনা,
চাঁদের আলোর নীচে সবুজের নগ্ন সৌন্দর্য।
চেয়েছিলাম দিতে,
বর্ষা মুখর একটা দুপুরে রাগ মেঘ মল্লার,
চৈত্র পূর্ণিমার রাতে বসন্ত বাহার
অথবা ভৈরবী রাগে মাখা একটা সূর্যোদয়।
আজ তুমি শহরের শ্বশানে মরছে ধরা কঙ্কাল,
বিষাক্ত গ্যাসে হৃদয় পোড়া শব,
কোথায় রাখবে তুমি এসব?
ফিরেই যাচ্ছিলাম ।
হঠাৎই পথের ধারে কুড়িয়ে পেলাম,
প্রথম দেখার স্মৃতি মাখা কিছু পাতা,
ঝকঝকে মেট্রো স্টেশনের রাপারে মুড়ে
দিলাম উপহার,
তুমি কি সাজিয়ে রাখবে?
তোমার গোপন স্মৃতির মনিকোঠায়।