জীবনে
প্রেম না থাকলে
কবিতার মৃত্যু হয়।
যতবার প্রেমে পড়ি
তত বারই মনে হয় যেন
বেঁচে আছি, বেঁচে আছে কবিতা।
প্রথম বার যখন বই পাড়া আসি
মনে হয় শ্বাস নিতে শিখলাম।
তারপর বইপাড়ার সঙ্গে প্রেম
সে বহু যুগ ধরে,
ভালোবাসার সম্পর্ক।
কলকাতার হাঁটা পথে,
বৃষ্টি ভেজা ট্রাম লাইনে,
ভেজা বট তলায় টুপ টুপ ঝরে
কত প্রেমের কবিতা।
মিতা বলেছিল, ভালোবাসি,
আমার হাতে হাত, কাঁধে মাথা
রেখে কফি হাউসে।
মিতা রা হারিয়ে যায়,
মানি ব্যাগের গভীরতা দেখে,
আমার কবিতা বাঁচে প্রেমে।
সুনীতা থেকে মধুরা
সবাই যখন আমার শরীরে
খোঁজে অতৃপ্তির হাজারো উত্তর,
আমার প্রেম জন্ম দেয়
নতুন কবিতা সে শরীরী ছোঁয়ায়।
এ পৃথিবীর আনাচে কানাচে
শুধু প্রেম বাঁচে প্রেমে।
আমার প্রেম বাঁচে কবিতায়,
প্রেম ছাড়া কিছু নেই আর।