ঝুল বারান্দায় গিয়ে দেখি ঝুল ঝুলছে,
ঝুলন পিসি ঝুল ঝাড়ছে, ঝুল ঝাড়া দিয়ে।

নিচে ঝুলনেরের মেলা বসেছে।
রাধা কৃষ্ণ ঝুলছে ঝুলায়।

কার্নিশে ঝুলন্ত বাদুড়।
রেডিও তে গান , দোদুল দোল ঝুলনা।

এ পাড়ার বুচি , ঝুলে গেছে ও পাড়ার ঝুলা দার সাথে ।
বুচির বাবার ঝোলা গোঁফ ।
খুব রাগী মানুষ খবর দিয়েছে ঝুলনপুরের থানায়।
পুলিশ ঘুরছে ঝুলা কে ঝুলিয়ে পেটাবার জন্যে।

কাকিমা, বারান্দা তে কাপড় ঝোলাচ্ছে,
সোহিনী বলল,
এবার বিয়ে না করলে তোমার গলায় ঝুলে পড়ব।

গোবিন্দ স্পিন বল করে ,
কিন্তু ভীষণ ঝুলন্তিস বল করে।
ঝুলন্ত বলে পিটিয়ে আরাম ।

শারুখ এর লাস্ট ফিল্ম টা পুরো ঝুল।
প্রোডিউসার এর পয়সা পুরো ঝুলে গেছে।

তিন নম্বর বাসে, ভীষণ ভিড় ।
ঝুলে ঝুলে যেতে হবে ।
আর ভালো লাগছে না।

দড়ি ছিঁড়ে পোস্টার টা ঝুলছে।
নচিকেতার নীলাঞ্জনা ঝুলছে হওয়ায়
না না না না....

আর আমাদের ঝুলন বৌদি ,
আসছি বলে আমাকে ঝুলিয়ে দিয়ে চলে গেলো।

আমিও বসে বসে ঝোলা গুর আর পাউরুটি খাচ্ছি

তাই বাকি কথা ঝুলিয়ে রেখে লাভ নেই।।