জীবনের চরকী পাকে বিধ্বস্ত এক সত্বা।
ঘূর্ণাবর্তের মতো পাক খেয়ে উড়ছে
গোলার্ধের পরিসীমা অতিক্রম করে
সে যেন একাকী আপন মননে সারস্বত সত্য।
উদাসী বাউল বাতাস নিশ্চিন্ত বাতায়নে।
চকিত চমকে চপল চরণে অকারণ অনিত্য
সুর তোলে যামিনী মৃদঙ্গতে চন্দ্র
কে বাতাসে লহরী তোলে মৃদু মন্দ?
সে কি পেয়েছে শুনতে কালের অমৃত ধ্বনি
সে যেন পেয়েছে হৃদয় খনির পরশ মনি
অজানা অচেনা সুপ্ত মনের আকর
তবু সে খ্যাপা আজও খোঁজে ঈশ্বর রূপী পাথর
হয়তো সংগোপনে সঞ্চিত আছে নিরব তাপস
জীবন যুদ্ধে হারে নি আজো, করেনি আপস
অপ্রতিরোধ্য টাইফুন বা হ্যারিকেন, নতুবা বেতস্বী ক্যাটরিনা ।