হে বসন্ত।
কতবার এলে , কতবার গেলে।
ঝরা পাতা সরিয়ে
দিলে ভরিয়ে
সবুজের শ্যামলীমা।
হে বসন্ত।
আমি চির কৃতজ্ঞ,
বার বার করিয়াছ ঋণী
তোমার অসীম দানে,
ভুলেও ভোল নি মোরে।
হে বসন্ত।
আসিয়াছ ফিরে প্রেমে,
বারংবার নিয়ে তারে,
যারা মোরে ফিরায়েছে
তাহার ই দুয়ারে।
হে বসন্ত।
আজি এ সায়াহ্নে
নাহি কোনো খেদ
যাহা হারায়েছি, পাইয়াছি ফিরিয়া,
তোমারই দানে।
হে বসন্ত।
জীবনের কালচক্রে
এ মোর অন্তিম ইচ্ছা
মিশে যেতে চাই অনন্ত লোকে
এ জীবনের বসন্ত কালে।