হয়তো বন্ধুত্ব,
যা কোনো দিন থেমে থাকবে না।
তুমি চাইলে একটু বেশি,
যা হয়তো হারিয়ে গেলো
চোরা নদীর স্রোতে।

সেইতো বন্ধুত্ব
থেকে যেত , বা নাই বা থাকতো,            
থাকতো না এই গভীর ক্ষত হৃদয়ে,
তোমার স্মৃতিতে মৃন্ময়।
শৈবাল এ হারায় পথ,
নদী রা যেমন।

ক্ষনিকের বন্ধুত্ব,
তার পর কেটে গেছে বহু যুগ,
নিমিষে কেটে যাওয়া কয়েক পলক,
বহে গেছে কত জল
ভাঙ্গা পুল এর নিচে।

স্মৃতিতে বন্ধুত্ব
থেকে গেছে কত কাল,
তিল তিল করে প্রতি মুহুর্তের,
সে যেন তোমায় জড়িয়ে চিরন্তন,
রূপকথা যেন তুমি নদীর মতন।

হায় রে বন্ধুত্ব
তুমি তো ছিলে না ,
ছিলে না যখন , ছিলে মনের গভীরে,
শব্দ হীনা নদীর মতন,              
অন্তঃসলীলা।

আজও বন্ধুত্ব
ফিরে এলে আগের অধিকারে
বললে, চিনতে কি পারো?
সত্যি বলতো,
কবেই বা চিনেছি তোমায়
হে শ্রোতস্বিনী?

তবুও বন্ধুত্ব
তোমারই বন্ধনহীন মুক্তি
আমার অন্তরে অন্তরে, যদিও ফিরেছ,
নাই বা ফিরেছ , কোনো দায় নেই।
একই নদী বহিছে আজ
দুই ভিন্ন পথে।