আমার কবিতা সহজ
অনেক টা আমার মতন।
একটা ঝর্ণা যেমন উচ্ছল
ঠিক সেই রকম অনেক টা।
আমি বেশি বুদ্ধি র দল এ
পড়ি না
বন্ধু কবি রা বলে কবিতা হবে
নির্জর এর স্বপ্নভঙ্গ র মত
অনেক মুখ। অনেক মানে।
আমার কেন যেন মনে হয়
কবিতা মনের ভাষা
একটা ছোট্ট ছেলের মতো
স্বচ্ছ সরল কাঁচের মতন
আয়না দেখা প্রতিচ্ছবি
জটিলতার গিঁট খোলা সিকেন্দরের তলোয়ার।
মনের ভাষা , প্রাণের ভাষা , মাটির ভাষা , মানুষের ভাষা যেখানে মিলে মিশে একাকার
জীবনের খোলা বই
এই তো কবিতা।