নারীর স্বাধীনতার সাক্ষী হয়তো ,
কেবল কিছু সংখ্যক বই !
প্রকৃত পক্ষে নারী, তোমার স্বাধীনতা কই?
নারী,তুমি কি স্বাধীন নাকি পরাধীন?
লোকে বলে তুমি নাকি পুরুষের অধীন?
পিতা,পুত্র, আর পতি
এরাই নাকি তোমার জীবনের গতি?
নারী তুমি তো দেবী দশভুজার অংশ
তুমিই তো পুরুষকে উপহার দাও তার বংশ ।
তবে কেনো তুমি এত অবহেলিত,
কেনো এতো অপমানিত?
তবে কেনো তোমার কন্যা সন্তান
সবার কাছে অবাঞ্ছিত?