ঘোর কাটিয়ে মধ্য নিশির,
শৈত্য প্রবাহে ভোরের শিশির,
মৃদু কন্ঠে বলে যায়,
স্বল্প সুখের কথা!
চোখের পলকে হারিয়ে যাওয়ার ব্যথা।

লিখে যায় সবুজ ঘাসে ,
অন্তরের ঐ জরাজীর্ণ  ক্ষত,
ভোরের শিশির আবছা সুখ,
কল্পনারই মতো।

ভোরের শিশির , লুকায় যত দুঃখ!
রক্তাক্ত ক্ষতে কর্কশ প্রলেপের মতো।

যেমন ভাবে , ভোরের শিশির ,উষ্ণতায় মিলিয়ে যায়,
দিশেহারা পথিক তার গন্তব্য ভুলে যায় ।
যেমন ভাবে , প্রেমিকের অবহেলায়
প্রেমিকার দীর্ঘশ্বাসে প্রেম ঝরে,
আবেগী সুরে অভিমানী মন্তব্য করে ।

যেমন করে , ভাঙ্গা আয়নায় সর্বহারা মানবী,
তার খন্ড খন্ড প্রতিবিম্ব দেখে কাঁপে বিপদের  ভয়ে,
তেমন করেই  মধ্য রাতে, না ধরা সেই সুখ দেখা যায়,
শিশিরের গায়ে  !