জোয়ারে ভেসে গিয়ে,
ভাটায় যদি না ফিরে আসি?
যদি মোহনার টানে ,
ভেসে যাই বানে,
হারাই নিজের ঠিকানা!!
ভোলা কি যাবে তবু
সব হারানোর যন্ত্রণা ?
ভোলা কি যাবে ?
একাকিত্ব, অবহেলা, অপমান !
নয়তো নিছক অভিমান !!
ভোলা কি যাবে ?.
প্রতিটা মুহূর্ত ! পাহাড় সমান কষ্ট !
ভোলা কি যাবে বল?
কেনো বিধি বাম, কেন বিধি রুষ্ট ?
সমুদ্রের গর্জন! পাখিদের কোলাহল।
ভোলা কি যাবে বিধি ? বল!
ভোলা কি যাবে বিধি ?.
কেনো আধার আমার প্রিয়!
কেনো চারদেয়ালে বন্দী ?
কেনো ভেঙেছি সন্ধি?
কেনো পাথরের মূর্তি তুমি ?
ভোলা কি যাবে ????