ভালোবাসি বললেই ভালোবাসা যায় না,
ফিরে এসো ,বললেই ফিরে আসা যায় না,
ভালো থেকো বললেই ভালো থাকা যায় না,
ভুলে যেও বললেই ভুলে যাওয়া যায় না !
ভালোটা হয়তো আমি একাই বেসেছিলাম প্রিয় !
আর বাকিটুকু তোমার মিথ্যে অভিনয় !
তোমাকে বিশ্বাস করেছি বারবার,
তুমি বিশ্বাস ভেঙে দিয়েছ প্রতিবার।
ভালোবাসার নামে করেছ মিথ্যা ছলনা,
তোমার হৃদয়ের ভালোবাসাটা আজও পেলাম না।