* অচেনা অতিথি *
________________
আমি একটু একটু করে ,
হায়! যাচ্ছি দূরে সরে
আর ভাবছি উপায় ।
সকল মায়া ছিন্ন করে
রাখছি পা ভিন্ন শহরে
আমি নিরূপায় !
কি জানি কি অভিলাষে ?
বিবাগী হলাম অবশেষে ,
ভুলতে তোমায়!
যাচ্ছি চলে হেসে হেসে,
নিরালয় মরুভূমির দেশে ,
মরীচিকার অপেক্ষায় !
মিটবে ভ্রম , ফুটবে হাসি
হাসবে তপ্ত বালুরাশি
বেলা অবেলায় !
কতো ক্রন্দন ,কতো হাসি ,
কতো ভালোবাসাবাসি ,
থাকে সৌম্য অপেক্ষায়!
কি হবে ? কি হবে ? দু - এক প্রহরে ?
ক্ষণিকের অচেনা অতিথি আমি তোমার শহরে