আজ নেই কোনো ছন্দ!
নেই কোনো দ্বন্দ্ব,

শূন্য  আজি কবিতার ঝুড়ি
কাব্য লেখা ভুলে গেছি পুরোপুরি !

তোমায় ছাড়া ! বড্ড দিশেহারা !
আমিও আজ ছন্নছাড়া!


কিসের ছিলো এত তাড়া ?
চুপিসারে বলছে যেনো কারা!

নেই কোনো শব্দ মালা
নেই কোনো দহন জ্বালা!

নেই কোনো বাক্য হার
কিছু কি বাকি আছে আর ?

পদ্য হারিয়েছে তার লয়
   আসছে মহা  প্রলয়!

ভুলিনি যে ছবিটা
আজ হাসছে কবিতা ।

চাতক পাখি বলছে ডাকি
মানুষ চেনা এখনো  কি আছে বাকি ?