একুশ বছর বয়স মানে
ইচ্ছের পায়ে দড়ি!
একুশ বছর বয়স মানে
মনের সাথেই মনের আড়ি!
একুশ বছর বয়স মানে
বাস্তবতার সাথে পরিচয়,
একুশ বছর বয়স মানে
ভীষন কঠিন হৃদয়,
একুশ বছর বয়স মানে
শৈশবের পিছুটান,
একুশ বছর বয়স মানে
কিছু স্বপ্নের বলিদান!
একুশ বছর বয়স মানে
বাবার ঘাড়ের বোঝা!
একুশ বছর বয়স মানে
মেরুদন্ড সোজা ,
একুশ বছর বয়স মানে
বেকারত্বের যন্ত্রণা!
একুশ বছর বয়স মানে
পড়শীদের কুমন্ত্রণা ,
একুশ বছর বয়স মানে
তোমায় নিয়ে হাজার জল্পনা,
একুশ বছর বয়স মানে
হটাৎ থমকে যাওয়ার ভয়,
একুশ বছর বয়স মানে
অকালে রক্ত ক্ষয়!
একুশ বছর বয়স মানে
চোখে জল, মুখে হাসি,
একুশ বছর বয়স মানে
তোমায় ভীষন ভালোবাসি,
একুশ বছর বয়স মানে
চোখের জল করে টলটল!
একুশ বছর বয়স মানে
হয়তো বা পূর্বের কর্মফল,
একুশ বছর বয়স মানে
স্বপ্ন পূরণের লড়াই,
একুশ বছর বয়স মানে
নেই কোনো কিছুর বড়াই,
একুশ বছর বয়স মানে
জীবনটাই এক গোলক ধাঁধা,
একুশ বছর বয়স মানে
চলার পথে পদে পদে বাঁধা ।।
লেখিকা -পূজা চক্রবর্তী