তোমার সুখের লাগি মম প্রাণ,
যদি দিতে হয় বলিদান।
ধন্য হবো গো ধন্য আমি,
ওহে আমার বঙ্গ জননী।
আমি চলে যাবো সব ছেড়ে
আর কখনো আসবো না ফিরে!
অশ্রু জলে ভিজবে তোমার নয়ন নীড়
আমি নেই, তবু হাজার লোকের ভিড়!
নারী তুমি হও স্বাধীন,
আর থেকো না পুরুষের অধীন ।
অন্যায় অত্যাচার এর বিরুদ্ধে করো প্রতিবাদ,
এবার করো পূরণ তোমার মনের সাধ।