" সঙ্গী "
________

ছিদ্র কলস ফাঁকাই থাকে,
কোনোদিনও হয় না যে পূর্ণ !

হাজার লোকের ভিড়ের মাঝেও ,
তোমায় বিনা চারিদিক কেবলই শূন্য !

এক শহরেই থাকি মোরা
এক হোটেলেই খাই।

তবুও পাহাড় সমান দূরত্ব !
মোদের মাঝে মনোমালিন্যের ঠাই।

এক পথেতেই চলা ফেরা,
এক মাঠেতেই করি খেলা ।

সত্যের মুখে স্তব্ধ আজি
সকল কলতান,

নয়নে নয়নে হেরি আজি,
হায়! একি অভিমান !

দুঃখের আঙিনায় ,
সুখ কুরবো আমরা দুজনায়,
আয় আমার মন খারাপের সঙ্গী হবি আয়।