" কিছু না বলা কথা "

_______________

তুমি সবসময়  বলো , তুমি নাকি আমায় একটুও ভালোবাসো না, অথচ  তোমার চোখের ভাষা আমায় বলে দেয়  আমার প্রতি  তোমার  অফুরন্ত ভালোবাসার কাহিনী।

তুমি  বলো , আমি নাকি তোমায় ভীষণ বিরক্ত করি, আমি যেনো তোমায় আর বিরক্ত না করি ,অথচ তোমার নিদ্রাহীন চোখের ভাষা আমায় চুপি চুপি বলে যায়, আমি বিরক্ত না করলে তোমার ভীষন মন খারাপ হয় , তোমার চোখের কোনে জল ছলছল করে ,

তুমি বলো , আমি যেনো তোমায় কখনো বিশ্বাস না করি, তুমি নাকি আমার সব থেকে বড় শত্রু, অথচ দেখো,আমি আমার জীবনে তোমার চেয়ে আপন বন্ধু আর একটাও খুঁজে পেলাম না।

তুমি বলো আমি যেনো কখনো তোমার সামনে না আসি, অথচ আমি দেখেছি হাজার মানুষের ভিড়ে তোমার ঐ চোখ দুটি কেবল আমাকেই খোঁজে,

তুমি বলো কেউ আমার  নাম তোমার সন্মুখে উচ্চারণ করলেও তুমি বিরক্তি অনুভব করো, অথচ তোমার মনের মনি কোঠায় তুমি আমারই নাম লিখেছো  সযত্নে।

আমি তো বারংবার অনুভব করি , আমার প্রতি তোমার নিঃস্বার্থ ভালোবাসা,

আচ্ছা প্রিয়,চোখের ভাষা কি কখনো মিথ্যে হয় ?




লেখিকা -  পূজা চক্রবর্ত্তী ( প্রথম প্রতিশ্রুতি কাব্য গ্রন্থের অন্তর্গত একটি কবিতা )