সবুজের রানী
________
কলমে__ পূজা চক্রবর্তী
ওহে প্রকৃতির দেবী,তুমি সবুজের রানী,
তাই সকলেই তোমায় নত মস্তকে মানী।
তোমার কথা ফলেই ফলে ,
তাইতো ডেকেছি তোমায় "মা" বলে ।
ক্ষণিকের তরে কেন হও রুষ্ট?
বোঝনা কি তুমি? আমাদের কষ্ট!
হলে তুমি রুষ্ট সকলে যে হয় পথভ্রষ্ট,
তোমার ইশারায় চলে জগৎ সংসার,
তুমি করো চূর্ণ মানব দর্প অহংকার ।
তোমাতে জানাই প্রণাম মাতা,
ধন্য তুমি সবুজ দাতা।
তোমার চরণে প্রণাম ,
ধন্য তুমি ওহে সবুজের রানী ।