শরতের শিউলি তুমি
____________


মায়ায় জড়ানো ঘুম তুমি,
তুমি ভোরের বৃষ্টি ভেজা কুয়াশা।
বিকেলের উষ্ণ উজ্জ্বল রোদ তুমি,
তুমি আমার মনের ধোঁয়াশা।

আমার কল্পনার রং তুমি,
ওষ্ঠ তোমার প্রেমের সাগর
নয়নে জড়ানো আতর।

আমার উপন্যাসের কালি তুমি,
আমার কবিতার ছন্দ,

শরতের শিউলি তুমি,
যা , ঘুচায় সকল দ্বন্দ্ব।

বহুদূর হতে, গোপনে লুকায়ে
অপলক দৃষ্টিতে থাকি আমি চেয়ে,

এই বুঝি যাবে হারিয়ে !

মিটে না তবু হৃদয়ের পিপাসা,
তুমি আমার নয়নের নীলাশা!

সদা বিচলিত হয়ে থাকে আখি।
তুমি আমার না পাওয়া সে-ই ভালোবাসা।
গোপনে লুকায়ে তোমারে  আঁকি।

তুমি, আমার সে - ই তুমি,
আমার একান্ত আপন ।
আমার গভীর রাতের স্বপন!

আমার হৃদয়ে জড়ানো কল্পনার তুমি।
বড্ড ভালোবাসি তোমায় আমি।।