বছর খানেক আগে,আজকের দিনে
শেষ দেখা হয়ে ছিল তার সনে।
একা থাকতে ভালো বাসি প্রিয়,
তাই একা থাকাটাই শ্রেয়।
ইচ্ছে করলে তো তোমায় নিয়ে
মহাভারত লিখতে পারি প্রিয়,
কিন্তু আমার কাছে যে রামায়নটাই শ্রেয়।
আজও মনে পরে সেই প্রথম প্রতিশ্রুতি।
নির্বাক ছিলাম , অভিমানে তোমার প্রতি
অজস্র সহস্র কথা ছিল , তোমায় বলার,
তোমার ছিল খুবই ব্যস্ততা আমায় ভোলার।
মনের কোণে আজও রয়েছে চাপা
অনেক না বলা কথা,
মাঝে মাঝে অশ্রু হয়ে প্রকাশ পায়
যখন হৃদয়ে লাগে ব্যাথা।