সাদা কালো ইতিহাস
__________________
কলমে_পূজা চক্রবর্তী
সাদা কালো ইতিহাস,
উদাসীন মন।
জানতে চায় না আর ,
হটাৎ পরিবর্তনের কারণ।
অন্ধকারে দেখা সেই ঝাপসা সপ্ন গুলো,
যদিও হটাৎ করে সত্যি হলো।
জোৎস্না আলোয় জোনাকিরা একে যাওয়া রঙিন সপ্ন,
যা হয়ত চিরকাল থেকে যাবে অপূর্ণ!
তবে আপসোস বা অনুশোচনা নেই,
কারণ আজ আমি নিজেই পরিপূর্ণ।