পথিক পেরিয়ে গেছে তেপান্তরের হাট,
শস্য শ্যামল মাঠ , পুষ্প দীঘির ঘাট।।
আকাশ কুসুম ভেবে, শূন্যে তাকিয়ে থেকে
তোমাকেই ভেবে বেলা কেটে যায় এভাবে।
রক্তে লেখা পথের কাঁটা ! পথের ধারেই আছে পরে
যত্ন করে তুলে নিয়ে গেলাম তারে আমার ঘরে
ঘড়ির কাঁটা হঠাৎ যেনো থমকে গেছে,
কিছু না বলা কথার কাছে।
বেধেছিনু মন অনেক অনেক আশায়
আজ হাতছানি কেবল হতাশায়!
তবুও পারিনি নিজেকে বদলাতে
তবুও পারিনি এই অবেলায় তোমায় ভুলতে
" পথিক তুমি কি পথ হারাইয়াছো?
ঐ জিজ্ঞাসে কোন জন?
তারে আমার মনে হয় ভীষণ, ভীষণ আপন ।
"পথিক তুমি কিন্তু আবার এসো ফিরে ",
তোমার জন্য অপেক্ষারত এই যমুনার তীরে।
বিরহের বেলা, কাটে একেলা!
হৃদয় নিয়ে খেলা?