পর জন্ম বলে যদি কিছু থাকে ,
তবে সেই জন্ম , আমি চাই না!
এত বেদনা ! এত ক্রন্দন !
এত হিংসা, এত হানাহানি !
তার চেয়ে ঢের ভালো মুক্ত হোক বন্ধন ।

পর জন্মে পাবো বলে
স্বপ্ন আঁকিনি অন্তরালে!
পরজন্মে কেনো পাবো ?
এই জন্মে কেনো নয় ?

পরজন্ম বলে, যদি সত্যিই কিছু থেকে থাকে
তবে সেই জন্ম , আমি চাই না !
সে জন্ম তোমার হোক।।
এক জন্মেই সাধ ঘুচেছে !
বাকি সাত জন্ম।, আমি চাই না !
চাই না ! কোনো নতুন পরিচয় !!

পরের জন্মে তুমি বনমালী হয়ে,
অনুভব করো, শ্রী রাধিকার বেদনা !
না না, পর জন্ম আমি চাই না !

পরজন্মে তুমি না হয় আমি হয়ে জন্মীয় ,
অনুভব করো আমার না বলার কথার অন্তরঙ্গতা!
পরজন্মে তুমি বিশ্লেষক হয়ে, আমার কবিতার প্রতিটি শব্দের অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো।

কিংবা পরজন্মে , তুমি মনরোগ বিশেষজ্ঞ হয়ে,
আমার আমার মনের উষ্ণ জ্বরের  তীব্রতা অনুভব করো, পরিধি নির্ণয় করো আমার না বলা কথাগুলোর !
পরজন্ম বলে ,যদি কিছুই থেকেই থাকে ,
তবে সে জন্ম আমি চাই না !