আমি এক রাত জাগা পাখি,
ক্লান্ত ও ঘুমহীন এই দুটি আঁখি!

হটাৎ জাগ্রত অবস্থাতেই একটা সপ্ন দেখি,_
কাল রাতে কি হয়ে ছিল জানিস সখী?

তখন প্রায় মধ্য রাত্রি,সাড়ে বারোটা বাজে_
সেই রাত্রে মামার বাড়িতেই ছিলাম একটি কাজে।

বাজারের মাঝ বরাবর সেই তেতুল গাছ,সেখানে তুমি দাড়িয়ে আছো,
তোমার চোখে জল,তুমি আমায় বলছো_

ক্ষমা করো  দয়া করে একটি বার,
ভুলটা তো কেবলই ছিলো আমার!

আমি আতকে উঠি ,
নিজেকে চিমটি কেটে দেখি_

সপ্ন নয়,এটা বাস্তব, তবে ওটা মানুষ নয়,
কারণ মধ্য রাত্রে কেবল ভূতেরোই আনাগোনা হয়।

যখন ক্লান্তিতে বালিশে  মাথা রাখি_
তখন বারংবার কেবল একটি ছায়া দেখি।

হটাৎ দরজাটা খুলে গেলো,
একটা ছায়া মূর্তি ঘরে এলো।

আমার গলা টিপে আমাকে মারার চেষ্টা করছে,
সে ভীষণ ভয়ানক অট্টহাসি হাসছে।

আমি ভয়ে  চিৎকার করি, "বাঁচাও,বাঁচাও"
কিন্তু সবাই তখন ব্যাস্ত ,কেউ নেই কোথাও!